প্রিন্ট এর তারিখঃ May 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2025 ইং
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জব্বারের বলীখেলা-২০২৫

মো. নজরুল ইসলাম: চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হয়ে গেলো ১১৬তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। ইতিহাসবিদদের মতে, ১৯০৯ সালে ব্রিটিশ শাসনামলে যুবসমাজকে শারীরিকভাবে দক্ষ ও মানসিকভাবে দৃঢ় করতে স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি সারাদেশের মানুষের কাছে ‘আব্দুল জব্বারের বলীখেলা’ নামে পরিচিতি পায়।
ব্রিটিশ ও পাকিস্তান আমলে শুধু বৃহত্তর চট্টগ্রাম থেকেই নয়, বার্মার (বর্তমান মিয়ানমার) আরাকান অঞ্চল থেকেও নামকরা বলীরা এই খেলায় অংশ নিতেন। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের আসরেও ছিল টান টান উত্তেজনা।
এবারের বলীখেলায় অংশ নেন ১২০ জন বলী। দীর্ঘ ৪৫ মিনিটের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কুমিল্লার হোমনা উপজেলার বাঘা শরীফ কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতি বছরের মতো এবারও বলীখেলার পাশাপাশি লালদিঘী ময়দানে বসে তিন দিনের বৈশাখী মেলা। হাজারো দর্শক আর বৈশাখের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বৈশাখী মেলা ও বলীখেলা মিলে প্রাণবন্ত হয়ে ওঠে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের স্পন্দন।
১১৬ বছরের গৌরবময় উত্তরাধিকার ধরে রেখে আজও জব্বারের বলীখেলা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসব — ঐতিহ্য, লড়াই আর ভালোবাসার গল্প নিয়ে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আনন্দ বিনোদন