• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

নদী রক্ষায় কার্যকর সংস্কারের আহ্বান তরী বাংলাদেশের


FavIcon
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আনন্দ বিনোদন ডেস্ক: 'নদী রক্ষায় একসাথে, নদী বাঁচাও দেশ বাঁচাও'—এ স্লোগানকে সামনে রেখে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক আন্দোলন সংগঠন 'তরী বাংলাদেশ' ঢাকার হাজারীবাগে বুড়িগঙ্গা নদীর তীরে একটি উন্মুক্ত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত নদী সংস্কার এবং খাল, বিল, পুকুর ও জলাশয়সহ প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, "নদীকে আমরা নিজেদের মতো ব্যবহার করছি—কেউ দখল করছি, কেউ দূষণ করছি। অথচ নদী রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেই। ঢাকার চারপাশের নদীগুলো সংরক্ষণ করে জলপথে যোগাযোগ এবং পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করা সম্ভব। এতে সড়কপথের চাপও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।"

শনিবার, ২৬ এপ্রিল সন্ধ্যায় ‘আমার বুড়িগঙ্গা’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নদী ও পরিবেশকর্মীরা অংশ নেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন 'দুর্বার' সভাপতি এ সালাম সময়। শুভেচ্ছা বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি। সভাটি সঞ্চালনা করেন লেখক ও সম্পাদক গাজী তানভীর আহমদ এবং সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক জি. এম. রুস্তম খান।

এছাড়া নদী ও প্রকৃতি সুরক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন নদী ও পরিবেশকর্মী আলাউদ্দিন আহমেদ, আনন্দ বিনোদনের সম্পাদক এস. এ. এম সুমন, ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক কিশোর ডি. কস্তা, ডেইলি সকালের কাগজের সম্পাদক আব্দুল হালিম নিশান, তরী বাংলাদেশ কমিটির সদস্য সুশান্ত পাল, মোঃ হান্নান, মোহাম্মদ আহসান কবির, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ মিসবাহ উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ হোসাইন প্রমুখ।