
বিনোদন প্রতিবেদক: শাকিব খান ও সাবিলা নূর অভিনীত আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং চলাকালে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। রাজশাহীর হাইটেক পার্কে নির্মিত সেটে শুটিং চলাকালে স্টান্টম্যান মনির হোসেন (৪০) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক রায়হান রাফী জানান, “দুপুরে মনির একটি শট দেন। শট শেষে তিনি সুস্থ ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিলেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মাথা ঘোরা ও বমির মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি আর নেই।”
প্রাথমিকভাবে মনিরের মৃত্যুর কারণ ‘স্ট্রোক’ বলে ধারণা করা হচ্ছে। পরিচালক রাফী আরও বলেন, “সকালে হয়তো স্ট্রোকের পূর্বলক্ষণ ছিল, কিন্তু তিনি কিছু বুঝতে দেননি বা জানাননি। এতটাই পেশাদার ছিলেন মনির ভাই।”
নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন প্রায় এক যুগ ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তিনি বহু অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন। নেপালী বলেন, “সকাল থেকে সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করল, তারপরই সব শেষ।”
মনিরের মৃত্যুতে পুরো শুটিং ইউনিটে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের ভাষ্য, তিনি ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী।
প্রসঙ্গত, ‘তাণ্ডব’ সিনেমাটি আসন্ন কুরবানির ঈদে মুক্তির কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। মনির হোসেনের এই অকাল মৃত্যু সিনেমাটিকে ঘিরে জন্ম দিয়েছে এক আবেগময় বাস্তবতা।
আপনার মতামত লিখুন :