• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

জিনিয়াস অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক কায়সার হামিদ হান্নান


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2025 ইং
ছবির ক্যাপশন: জিনিয়াস অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক কায়সার হামিদ হান্নান ad728

আনন্দ-বিনোদন ডেস্ক: বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সংগঠক কায়সার হামিদ হান্নান আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় ‘জিনিয়াস অ্যাওয়ার্ড ২০২৫’।

১৯ এপ্রিল শনিবার কাঠমুন্ডুর পাঁচতারা হোটেল ইয়াক্যাং-এ আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও প্রবাসে সংগঠনিক দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন লন্ডনের জিনিয়াস অ্যাওয়ার্ড ও প্রিন্স মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সুকান্ত সুমন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী, ঢালিউড তারকা অপু বিশ্বাস এবং কলকাতার অভিনেতা নীল ভট্টাচার্য।

কায়সার হামিদ হান্নান বর্তমানে বার্তা২৪.কম ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

কায়সারের সাংবাদিকতা শুরু স্কুলজীবন থেকেই। চাঁদপুরের স্থানীয় পত্রিকা ‘চাঁদপুর কণ্ঠ’-এর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লেখক হিসেবে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সাংবাদিকতার পাশাপাশি প্রবাসী কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, আমার দেশ, যায়যায়দিন-এর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করেছেন। মালয়েশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলার কথা’ এবং ‘প্রবাসী দিনকাল’-এর সম্পাদনার দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি মাসিক ‘দিশারী’ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এবং মালয়েশিয়ায় ‘কে এইচ প্রোডাকশন হাউস’-এর কর্ণধার।

এর আগেও কায়সার হামিদ হান্নান মালয়েশিয়ায় রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড, ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড এবং সাকিব খানের হাত থেকে রিয়েল হিরো অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের সন্তান কায়সার হামিদ হান্নান তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে, সীমান্ত পেরিয়েও দেশের জন্য কাজ করা যায়, গড়ে তোলা যায় এক অনন্য পরিচয়।