
বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমায় এক নতুন উত্তেজনার নাম—প্রভাস ও দীপিকা পাড়ুকোন জুটি। একদিকে দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস, অন্যদিকে বলিউড কুইন দীপিকা। দুই তারকার প্রথম একসঙ্গে পর্দায় আসা হয়েছিল ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে। বক্স অফিসে সুপারহিট এই ছবির পর আবারও একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন এই দুই সুপারস্টার।
এবার তাদের নিয়ে আসছেন আলোচিত বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, নতুন সিনেমা ‘স্পিরিট’-এর মাধ্যমে। যদিও সিনেমার ঘোষণা আগেই এসেছিল, তবে দীপিকার অংশগ্রহণ ছিল অনিশ্চিত। কারণ, নির্মাতা শুরু থেকেই দীপিকাকে প্রথম পছন্দ হিসেবে ভাবলেও অভিনেত্রী সে সময় অন্তঃসত্ত্বা থাকায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে দীপিকা ফিরছেন ‘স্পিরিট’-এ। সন্তান জন্মের পর নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করছেন কাজে ফেরার জন্য। আর এই প্রত্যাবর্তনের শুরুটা হচ্ছে ‘স্পিরিট’ দিয়েই। নির্মাতা সন্দীপও দীপিকাকে নিতে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়।
জানা গেছে, সিনেমার শুটিং শুরু হবে ২০২৫ সালের অক্টোবর মাসে। মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে। প্রভাসের সঙ্গে আবার কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দীপিকা, আর নির্মাতা সন্দীপ রেড্ডির সঙ্গে এটি হতে যাচ্ছে তার প্রথম কাজ।
এদিকে দীপিকার হাতে রয়েছে একের পর এক বিগ বাজেট প্রজেক্ট। শাহরুখ খানের সঙ্গে 'কিং' সিনেমায় থাকছেন তিনি, যেখানে দেখা যাবে তাকে সুহানা খানের মায়ের চরিত্রে। শুটিং শুরু হতে যাচ্ছে শিগগিরই। এছাড়াও ‘পাঠান-২’ এবং প্রভাসের সঙ্গে ‘কাল্কি-২’ সিনেমাতেও তার অংশগ্রহণের সম্ভাবনা প্রবল, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বর্তমানে দীপিকা পাড়ুকোন বলিউড ও দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম ও প্রভাবশালী অভিনেত্রী। ‘স্পিরিট’-এর মাধ্যমে আবারও প্রমাণ হতে যাচ্ছে তার তারকা শক্তি ও জনপ্রিয়তা।
আপনার মতামত লিখুন :