
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, ভিসা জটিলতা, সাধারণ মানুষের অসহায়ত্ব এবং মত প্রকাশে প্রতিবন্ধকতা নিয়ে তিনি লিখেছেন এক নির্মম বাস্তবতার ছবি। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
ফারিয়া তার পোস্টে লিখেছেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে July Cdi লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে! মাঝখানে আমরা, সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।”
তিনি আরও লিখেন, “কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!’ এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না!! কই যাবো আমরা?” শেষে তিনি প্রার্থনা করে লেখেন, “হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”
এই পোস্টে স্পষ্টভাবে উঠে এসেছে দেশের রাজনীতি নিয়ে মানুষের ভেতরে জমে থাকা হতাশা ও ক্ষোভ। তিনি যেভাবে একদিকে ক্ষমতাসীনদের দুর্নীতির প্রসঙ্গ এনেছেন, অন্যদিকে জনগণের মত প্রকাশের সীমাবদ্ধতা ও ভিসা জটিলতার মতো আন্তর্জাতিক বাস্তবতাকেও তুলে ধরেছেন, তা অনেকের মধ্যে তীব্র আলোড়ন তুলেছে।
শবনম ফারিয়া কেবল বিনোদন অঙ্গনের একজন পরিচিত মুখ নন, বরং বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে তার সোচ্চার অবস্থান বরাবরই নজর কেড়েছে। গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময়ও তিনি সরব ছিলেন এবং আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে একাধিক বার্তা প্রকাশ করেন।
সাম্প্রতিক পোস্টেও তার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে সেই একই বিবেকবান অবস্থান। একজন নাগরিকের চোখ দিয়ে যে অসহায়ত্ব তিনি তুলে ধরেছেন, তা সামাজিক মাধ্যমে বহু মানুষকে নাড়া দিয়েছে। কেউ তার এই পোস্টকে “সাহসী”, “সময়ের সঠিক ভাষ্য” বলছেন, আবার কেউ কেউ নিজেদের মনের কথাই যেন ফিরে পেয়েছেন বলে মন্তব্য করছেন।
সব মিলিয়ে শবনম ফারিয়ার এই পোস্ট আবারও প্রমাণ করলো—তিনি কেবল পর্দার অভিনয়ে নয়, সমাজ বাস্তবতা নিয়েও দৃশ্যপটের একজন সাহসী কণ্ঠস্বর।
আপনার মতামত লিখুন :