• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশে সোপর্দ


FavIcon
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবি  সংগৃহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।পরে সিদ্দিককে রমনা থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়। এ সময় উত্তেজিত জনতা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি অপারেশনস আতিকুল আলম।তিনি বলেন, ‘আজ বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তার জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’